About

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে

দেখিতে গিয়েছি পর্বতমালা,

দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শিষের উপরে

একটি শিশিরবিন্দু।

– রবীন্দ্রনাথ ঠাকুর


আমাদের এই ব্লগের উদ্দেশ্য এই কবিতার মতই। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃক্ষ-ফুল-ফল নিয়েই আমাদের "বৃক্ষবর্ণ"। আমাদের চারপাশের বৃক্ষ-ফুল-ফল চেনার ক্ষেত্রে, নাম পরিচয় এর বিভ্রান্তি গুলো বুঝা, তাদের ওষধী গুণাগুণ, বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ নিয়েই আমাদের আর্টিকেল গুলোর মূল আলোচনা। এর বাইরে, উদ্ভিদ এবং কৃষি বিষয়ক বই, চাষাবাদ এবং ছাদ বাগান এর জন্য সহায়ক বিভিন্ন কৌশল নিয়ে বৃক্ষবর্ণে নিয়মিত আলোচনা থাকবে। 

 

আমাদের উদ্দেশ্য এমন নয় যে, আমাজন বনের কোন আজব গাছ নিয়ে আলোচনা করা যা কিনা আমাদের পরিচিত পরিবেশের অনেক বাইরের বরং আমরা তা নিয়েই আলোচনা করা যা আমাদের আশেপাশেই আছে, আমাদের রাস্তার ধারেই পাওয়া যায়।     


এই চিরচেনা সবুজের অচেনা বিস্ময় গুলো জানতে বৃক্ষবর্ণের সাথেই থাকুন।।